ষ্টাফ রিপোর্টার।। বাংলাদেশ আওয়ামিলীগ হরিপুর উপজেলা শাখার সভাপতি ও হরিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল মহান বিজয় দিবস উপলক্ষে হরিপুর উপজেলা বাসী সহ দেশ বাসী কে শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতি দেন। বিবৃতিতে তিনি জানান,
মহান প্রতিপালকের কাছে আবেদন এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয় যে দেশের স্বাধীনতা ; সে দেশ চির অমর রাখুক !শুভ বিজয় দিবসের শুভেচ্ছা
আমরা এই দেশের শক্তি, আমরাই বল।”~বিজয় দিবসের বিজয় উল্লাসে মেতে ওঠার সাথে সাথে আসুন স্মরণ করি সেই সব বীর শহিদদের যাঁদের আত্মত্যাগে আমরা পেয়েছি আজকের এই বিশেষ দিনটিকে
আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি।” ~ বিজয় দিবস প্রকৃতই বাংলাভাষীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ; বিজয় দিবস উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন
মনে রেখ, বীরেরা প্রতিনিয়ত সকলের তরে দিয়েছিল যে বলিদান
বিজয় মানে একটা মানচিত্র, বিজয় মানে লাল সবুজের পতাকা, বিজয় মানে একটা গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ
হে বাংলা মা ,তোমার মহিমা অপার তোমার সম্মুখে করি আমি মাথানত আর তোমাকে জানাই অগাধ সম্মান ! মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইলেও আপামর জনতার জন্য
বিজয়ী যোদ্ধারা প্রথমে জিতে এবং তারপরে যুদ্ধে যায়, পরাজিত যোদ্ধারা প্রথমে যুদ্ধে যায় এবং তারপরে জয়ের চেষ্টা করে।
বাংলাদেশের বিজয়ের হাসির পিছনে রয়েছে লাখ লাখ রক্তাক্ত শহীদের আত্মত্যাগ যা চিরকাল থেকে যাবে আমাদের মনের মণিকোঠায় ! মহান বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করি সকলকে।
আমার চেতনার , আমার ধ্যানজ্ঞান সবকিছুই আমার দেশ। এই দেশেতেই জন্মেছি ;আমি চাই এই দেশেতেই হোক শেষ। শহীদ দিবসের আন্তরিক অভিনন্দন
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং