এম,সফিউল আজম চৌধুরী (চট্টগ্রাম)- আগামীকাল শনিবার যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উপযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।জেলা প্রশাসন সুত্রে জানা যায়,শনিবার সূর্যোদয়ের সাথে সাথে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সামনের চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সুচনা করা হবে। জেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান, সর্বস্তরের জনগন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।নিয়ম অনুযায়ী সকল সরকারি, বেসরকারি ও আধাসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে ।পুলিশপ্রশাসন , আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ওসিভিল ডিফেন্স , বিএনসিসি, কারারক্ষী,বাংলাদেশ স্কাউট,গার্লস গাইড,শিশু-কিশোর সংগঠনসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান,বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশ গ্রহন করবেন। ছাড়াও সকাল সাড়ে ১১টায জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হবে।১২টা থেকে চট্টগ্রামের সিনেমাহল সমূহে বিনাটিকেটে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং দেশের সর্বত্র উম্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রমাণ্য চলচ্চিত্র প্রদর্শনী। এরপর সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টি ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে আলোচনা সভা।এছাড়া মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া-মোনাজাত ও প্রার্থনা করা হবে।নগরের হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, ভবঘুরে কেন্দ্র ও বৃদ্ধাশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন।,বিজয় দিবসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরত দিনব্যাপী স্থানীয় বিভিন্ন চ্যানেলে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ও ডকুমেন্টরি প্রদর্শন করা হবে।সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি’ শীর্ষক আলোচনা সভা করা হবে।