স্টাফ রিপোর্টার।। মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় পঞ্চগড় জেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের শনিবার দুপুরে জেলা পরিষদ চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধান, সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম, ইসমাঈল হোসেন বক্তব্য দেন। জেলা পরিষদ সদস্য আকতারুন নাহার সাকী সভাটি সঞ্চালনা করেন।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান। তাদের সম্মান দিতে হবে। কোনভাবেই তাদের অসম্মান করা যাবে না। যারা দেশের বিরোধিতা করেছিল তারও আজ দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । এই ষড়যন্তু মোকাবেলায় ৭১ এর মুক্তিযুদ্ধের মত সকলকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করার আহবান জানান তিনি। অনুষ্ঠানের শুরুতে সকলকে রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শেষে দুপুরের খাবার ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সদর উপজেলা ও পৌরসভার পাঁচ শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং