আবুল কালাম আজাদ , রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃমহান বিজয় দিবস উপলক্ষে রানীশংকৈল উপজেলার প্রশাসনের আয়োজনে ১৬ ই ডিসেম্বর সকাল ৬.৩০মিনিটে কেন্দ্রীয় স্মৃতিসৌধ্য খুনিয়া দিঘীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ৫০বার তোপধ্বনীর মধ্য দিয়ে পুষ্প অর্পণ করা হয়।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামীলীগ,কৃষকলীগ ,বিএন পি,সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক অঙ্গসংগঠন সহ বিভিন্ন স্তরের জনগন অংশ গ্রহন করেন।এবং সকাল ৯ টায় প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উদযাপন উপলক্ষে রানীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রর্দশন করে। সকাল ১১.৩০ মিনিটে রানীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা , আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এবং পরে মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের নিয়ে দোয়া অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও মহিলা সংরক্ষিত আসন সাবেক এমপি সেলিনা জাহান লিটা , ঠাকুরগাঁও ৩ সাবেক এমপি ইয়াসিন আলী,উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,আ’ লীগ সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ,
বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,সাবেক কমান্ডার বিদেশি রায়, অফিসার্স ইনচার্জ সোহেল রানা, তদন্ত অফিসার মহসিন আলী এবং, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম,সহ বিভিন্ন সরকারী বেসরকারী রাজনৈতিক,সামাজিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ।