এম,সফিউল আজম চৌধুরী (চট্টগ্রাম):- চট্টগ্রামে সৎমা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বেলাল হোসেনকে দীর্ঘ ২৫ বছর আত্নগোপনে থাকা হতে গ্রেফতার করে র্যাব-৭। চট্টগ্রাম র্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে গত কাল শনিবার চট্টগ্রাম জেলার ভূজপুর থানার মামলা নং-০৩(১০)৯৭, জিআর নং-১০৯/৯৭, ধারা-৩০২ পেনাল কোড ১৮৬০ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বেলাল হোসেনকে চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকা হতে গ্রেফতার করে । আটক আসামী বেলাল হোসেন (৫১) ফটিকছড়ির ভূজপুর থানার বাংলাপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে।র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার সাংবাদিকদের জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বেলাল হোসেন নগরের বায়োজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় অবস্থান করছিল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে সূত্রে বর্ণিত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৫ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।