ঠাকুরগাঁও প্রতিনিধি : দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইমদাদুল হকের প্রার্থীতা প্রত্যাহারের খবরে মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা।
রোববার বিকেলে ওই আসনের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেন উপজেলার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খয়রাত আলী।
এর আগে জোটভুক্ত প্রার্থী থাকার কারণে দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘোষনা করে বাংলাদেশ আওয়ামী লীগ।
এদিকে বিষয়টি শুনার পরে ঠাকুরগাঁও-৩ আসনের মুক্তিযোদ্ধা খয়রাত আলী মিষ্টি বিতরণ করেন।
উপজেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খয়রাত আলী বলেন, ইমদাদুল হক ভুয়ামুক্তিযোদ্ধা। সে যখন দলীয় মনোনয়ন পায় তখন আমরা বিষয়টি মানতে চাইনি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৮৬তম কার্যকারী সভায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হকের মুক্তিযোদ্ধার গেজেটটি বাতিল করা হয়েছে। এছাড়া গত ৩১ অক্টোবর ওই সভায় তার বীর মুক্তিযাদ্ধা হওয়ার বিষয়টি প্রমাণিত না হওয়ায় গেজেটটি বাতিল করা হয়। সর্বশেষ তার মনোনয়ন প্রত্যাহার হয়েছে এতে আমরা অনেক খুশি।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং