স্টাফ রিপোর্টার।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলার দুইটি আসনে বর্তমান সংসদ সদস্যসহ ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এদের মধ্যে পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী মজাহারুল হক প্রধান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) মনোনীত প্রার্থী ফারুক আহাম্মদ, জাকের পার্টির সুমন রানা ও আনিছুর রহমান। আপিলে মুক্তিজোটের আব্দুল মজিদের মনোনয়ন বৈধ হওয়ায় এই আসনে চুড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় রইলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট ও জাতীয় পার্টির দুই প্রার্থীসহ ৮ জন।
পঞ্চগড়-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাকের পার্টির শাহ আলম। এই আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বিতায় রইলেন ৪ জন প্রার্থী।
জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, পঞ্চগড়-১ আসনে জাতীয় পার্টির দুজন প্রার্থীর বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন। এদিকে, জেলা জাতীয় পার্টির প্রার্থী আবু সালেক বলেন, আমি মনোনয়ন প্রত্যাহার করিনি। দলীয় মনোনয়নসহ মনোনয়নপত্র জমা দিয়েছি। আমাদের দুই জনের মধ্যে কে থাকবেন তা আগামীকাল প্রতীক বরাদ্দের সময় বুঝা যাবে। অপর প্রাথী আব্দুর রহিমও বিষয়টি নিশ্চিত করেন।
মনোনয়নপত্র প্রত্যাহার করে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. মজাহারুল হক প্রধান বলেন, কারো কাছে মাথানত করে মনোনয়নপত্র প্রত্যাহার করিনি। শেষদিন পর্যন্ত দলীয় মনোনয়নের জন্য অপেক্ষা করেছি। অবশেষে দল মনোনয়ন না দেওয়ায় ব্যক্তিগত কারণে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি। #