।। রিতু নুর।।
মাগো যুদ্ধে যাব
যদি দেশের শান্তি নষ্ট হয় নেই ভয়।
হাতে তুলে নেব হাতিয়ার
নেব মাথা পেতে
সোনার বাংলার ভার।
একদিন বিজয় ছিনিয়ে
এনেছিল বাংলাদেশে
মুক্তি সেনার দল
আমরা হতে চাই,
তাদের মত অবিকল।
হতে চাই নির্মল,
আমরা শিশুর দল।
একাত্তরে যারা দিয়েছিলো প্রাণ,
এসো গাই তাদের জয়গান।
বিজয় দিবস ১৬ ডিসেম্বরে
শান্তির পতাকা উড়িয়ে দেই
তাদের উদেশ্যে বারবার মুখে বলি
এই দেশ এই মাটির আমরাই স্বাধিকার,
তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে
হয়েছে এই দেশেটা স্বাধীন
আমরা নয় পরাধীন।
চলছি মাঠে ময়দানে
সবুজের বুকে চেয়ে দেখো মা কত সুখে।
স্বাধীন সার্বভৌমত্বের এই দেশ,
আমরা দাবানলে নয় আছি বেশ বেশ।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং