।। শাহনাজ পারভীন মিতা।।
শরীরটা ভালো নেই রাণুর
গতকাল থেকেই প্রসব বেদনা চলছে,
এবার কী সন্তান হবে ,ছেলে না মেয়ে!
রাণু শুধুই আনমনে ভাবছে।
প্রথম সন্তান যেহেতু কন্যা
পরিবারে সবাই চাইছে একটি পুত্রসন্তান,
না হলে বংশ রক্ষা হবে না যে!
বড়ই চিন্তা মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে।
দীর্ঘ বারো ঘন্টার প্রসব বেদনা শেষে
জন্ম নিলো আবার ফুটফুটে কন্যা শিশু,
কী সুন্দর মায়াময় চাঁদপানা মুখখানি
মায়ের চোখে মমতার পরশমনি।
তবুও রানুর বুকে গভীর দীর্ঘশ্বাস,
শ্বশুর বাড়ীতে অশান্তির বাতাস!
একটি পুত্রসন্তানের মা হতে না পারার কষ্ট
অবিরাম গঞ্জনা লাঞ্ছনায় ঘুম নষ্ট
নতুন লড়াই শুরু হলো তার জীবনে
মেয়ে সন্তানকে ছেলের মতনই সে মানুষ করবে।
মেয়ে বলে কন্যারা অবহেলিত নয়
এই বোধ আত্মবিশ্বাস , জীবনবোধ,
মনের শেকড়ে গেথে দিলো সে
দুই কন্যার মনের সিন্দুকে।
শুধু ডাক্তার নয় ইন্জীনীয়ার নয়
মানুষ হিসাবে একজন মানুষ সে হবে ।
মানুষ চাই জীবন উৎস বন্ধনে
আত্মবিশ্বাস স্বাধীনতা ও সন্মানে,
শুধু পুত্র নয় , কন্যা নয়
সন্তান হয়ে গৌরব উজ্জ্বলতায়।
পরিবারে সমাজ দেশে দেশে
তবেই জয় হবে বিশ্বে মানবতার শেষে ।