নিজস্ব প্রতিবেদক।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি ও ঠাকুরগাঁও ২ আসনে আলী আসলাম জুয়েল ট্রাক প্রতীক নিয়ে লড়াই করবেন। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে প্রতীক বরাদ্দের খবরটি নিশ্চিত করেছেন উভয়েই ।
মাহিয়া মাহি জানিয়েছেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন তিনি। নায়িকা বলেন, আমার মার্কা ট্রাক। ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরব।
আলী আসলাম জুয়েল তার ট্রাক দিয়ে নৌকার প্রার্থী কে পরাজিত করতে না পারলেও ডাব এর জামানত অবশ্যই বাজেয়াপ্ত করতে পারবে বলে বালিয়াডাঙ্গীর ভোটার রা আশা করছে।