মোঃ আব্দুস সবুর(বালিয়াডাঙ্গী) ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-২ আসনের নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন এর প্রথম নির্বাচনী প্রচারনা শুরু হয় ১৮ ডিসেম্বর বিকেলে থেকে বালিয়াডাঙ্গী উপজেলার চোরাস্তায় এক হাট সভার মধ্যে দিয়ে।
নির্বাচনী হাট সভায় প্রভাত চন্দ্র রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সাত বারের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম।
হাট সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: জুলফিকার আলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত বাবু, যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান,জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ মমিরুল ইসলাম সুমন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামিম,যুগ্ন সম্পাদক হুমায়ুন কবির, সেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাষানী, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু,তাঁতী লীগের সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক এরশাদুল হক এলাহী,আট ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আট ইউনিয়নের চেয়ারম্যানগন, আওয়ামী লীগ সহ সহযোগী অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
হাট সভায় প্রধান অতিথি আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি বলেন,আপনারা আমাকে সাত সাত বার ভোট দিয়ে এমপি বানিয়েছেন আমি যতটুকু পেরেছি আপনাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি, আমি শারীরিক ভাবে অসুস্থ থাকার কারণে এবার আমার ছেলেকে দারিয়ে দিয়েছি আপনারা ওকে ভোট দিয়ে নির্বাচিত করবেন ও যদি কোন ভুল করে বা আপনাদের কোন কথা না শুনে তাহলে আপনার আমাকে জানাবেন আমি সবসময় আপনাদের পাশে আছি। তিনি ৭ তারিখে সকলকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত কারার আহবান জানান।
আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাজহারুল ইসলাম সুজন বলেন, নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক তাই নৌকা ছাড়া অন্য কোন মার্কায় উন্নয়ন হতে পারে না। তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য দেশের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য এবং স্মাট বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং