।। শাহনাজ পারভীন মিতা।।
সুখ কোথায় তুমি, কতদূর!
কত খুঁজেছি তোমায় সন্ধ্যাতারায়,
খুঁজতে খুঁজতে কখনও শুকতারায়
তারপর ভোরের ঘাসে শিশিরকণায়।
ধীরে ধীরে ফুটেছে ভোরের আলো
ভেবেছি এটাই সুখ আমার,
অথচ সুখ ,কোথায় তুমি!
নেই নেই তুমি নেই কোথাও ।
তারপর বেরিয়ে পরেছি পৃথিবীর পথে
গভীর সমুদ্রে চোখ রেখেছি ,
ঢেউকে বলেছি সে কী তুমি !
তোমাতেই কী ভেসে যাবো এই আমি।
ওই ঝর্ণার জল বলেছি তাকে
আমাকে সঙ্গী করো তোমারই সুখে,
চলো পথচলি নূড়ি বিছানো নদীর স্রোতে
কুলকুল বয়ে চলি একইসাথে।
কী অবিরাম স্রোতধারা
যেখানে উড়বে আমার সুখের পায়রা,
পাহাড় জনপদ গহন অরণ্য
নিঃসীম পৃথিবীর বুকে শুধুই শূন্য!
কখনও সবুজে সবুজে তুমি
তারই মাঝে একাকী এই আমি।
চোখ মেলি বাড়িয়ে দুহাত
কোথায় ,কোথায় তুমি!
নিশ্চুপ মন বৃষ্টির জল
সুখ বলে এইতো আমি ।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং