নিজস্ব প্রতিবেদক।। রুহিয়া, খুটাখালপাড়া মৃত ইউনুস আলীর স্ত্রী মোছাঃ হালিমা বেগম এর দ্বিতীয় কন্যা মোছাঃ জিম আক্তার (12) গত তিন বছর যাবত ঠাকুরগাঁও গোয়ালপাড়া সাহাবিয়া মহিলা মাদ্রাসায় আবাসিক হোস্টেলে থেকে পড়ালেখা করে আসিতেছে. কিন্তু গত 13 ডিসেম্বর আনুমানিক দুপুর 12 টার পর মাদ্রাসা থেকে নিখোঁজ হয় এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানা ইনচার্জ বরাবর একটি অভিযোগ করা হয়. এখন পর্যন্ত মোছাঃ জিম আক্তার কে খুঁজে পাওয়া যায়নি. যদি কেউ সন্ধান পেয়ে থাকেন দয়া করে নিচের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো ##
( সন্ধান দাতা কে পুরস্কৃত করা হবে )
বিদ্রে: একই দিনে দুজন নিখোঁজ হয় এই মাদ্রাসা থেকে অন্য মেয়েটির বাসা বোদা উপজেলায় ।
যোগাযোগ:01302799483