স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেছেন, কাচা চা পাতার মূল্য পেতে হলে ভালো মানের পাতা উৎপান করতে হবে। চা চাষীদের বিরাজমান সমস্যাগুলো দুর করতে চা বোর্ড কাজ করছে।
টেকসই ও গুনগত মান সম্পন্ন চা উৎপাদনের লক্ষ্যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উপযুক্ত অভিযোজন কৌশল শীর্ষক প্রকল্পের আওতায় পঞ্চগড় সদর উপজেলার জগদল ডিগ্রী কলেজ মাঠে ক্ষুদ্র চা চাষী সমবায় সমিতির মাঝে বিনামূল্যে প্লাকিং মেশিন বিতরণকালে এ কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের চা নিলাম ও চায়ের বিপণন কার্যক্রম আরও গতিশীল করতে পূর্ণাঙ্গ অনলাইন চা নিলাম পদ্ধতি চালু করা হয়েছে। উত্তরবঙ্গের চায়ের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে চা বোর্ড নানা উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, বাংলাদেশের চা উৎপাদনের ৬৫ শতাংশ চা সিলেট অঞ্চলে উৎপাদিত হয়। সেই সিলেট অঞ্চলে চায়ের নিলাম কেন্দ্র করতে সময় লেগেছে ১০০ বছর। কিন্তু উত্তরবঙ্গে চা উৎপাদনের মাত্র ২০ বছরের মাথায় সরকার একটা নিলাম কেন্দ্র চালু করেছে। চা বোর্ডে ক্ষুদ্র চা চাষীদের কাচা চা পাতারর মূল্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা ফ্যাক্টরিগুলোতে জরিমানা করেছে।
কর্মশালায় বাংলাদেশ চা বোর্ডের মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ চা বোর্ডের চট্টগ্রাম অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক (পরিকল্পনা) সুমন শিকদার, পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, স্মল টি ওনার্স এন্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম খোকন, একতা ক্ষুদ্র চা চাষী সমিতির সদস্য রফিকুল ইসলাম, মাঝিপাড়া ক্ষুদ্র চা চাষী সমিতির সাধারণ সম্পাদক ইমরানুল ইসলাম চৌধুরী, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ প্রমুখ বক্তব্য দেন।
এর আগে একই স্থানে সদর উপজেলার চা চাষীদের জন্য চা আবাদির প্রুনিং ও পরবর্তী পরিচর্যা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চা বোর্ডের মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রকল্প উন্নয়ন ইউনিটের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা মোহাম্মদ ছায়েদুল ইসলাম ক্ষুদ্র চা চাষীদের চা আবাদির প্রুনিং ও পরবর্তী পরিচর্যা বিষয়ক ধারণা দেন। প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন ক্ষুদ্র চা চাষী অংশ নেয়।
অনুষ্ঠানে পরে টেকসই ও গুনগত মান সম্পন্ন চা উৎপাদনের লক্ষ্যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উপযুক্ত অভিযোজন কৌশল শীর্ষক প্রকল্পের আওতায় পঞ্চগড় সদর উপজেলার ৪ টি ও ঠাকরগাঁও জেলার ১টি ক্ষুদ্র চা চাষী সমবায় সমিতির মাঝে বিনামূল্যে প্লাকিং মেশিন বিতরণ করা হয়। #