এম,সফিউল আজম চৌধুরী (চট্টগ্রাম):- সরকারের পদত্যাগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিরোধীদলীয় নেতাকর্মীদের মুক্তির দাবি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা দেশব্যাপী সর্বাত্মক হরতালের প্রভাব পড়েনি বন্দরনগরী চট্টগ্রামে। প্রতিদিনের মত নগরে গণপরিবহণ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংকটে দূরের যান চলাচল বন্ধ রয়েছে তবে বেলা বাড়ার সাথে সাথে কিছু কিছু যাত্রী নিয়ে কয়েকটা দূরপাল্লার গাড়ি চলতে দেখা গেছে। নগরের বিভিন্ন ব্যস্ততম এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে গণপরিবহন চলাচল করছে। দোকানপাট খুলতে শুরু করেছে।তবে প্রাইভেট গাড়ি চলাচল ছিল তুলনামুলক কম। জেলা ও নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান দেখা গেছে ।এদিকে , বেলা ১২টা পর্যন্ত নগরের কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে বিএনপির নেতাকর্মীদের মিছিল-সমাবেশ করতে দেখা যায়নি।বন্দরের ডেলিভারি কার্যক্রমসহ বিভিন্ন অপারেশন কাযর্ক্রম স্বাভাবিক বলে বন্দর কতৃপক্ষের সুত্রে জানা যায়, আজকের হরতালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা ও নগরে বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলা ও মেট্রোপলিটন পুলিশের উধ্বর্তন কর্মকর্তার বিভিন্ন স্পট পরিদর্শন করছেন।