বাগমারা প্রতিনিধি। রাজশাহী-৫৫ বাগমারা – ৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ গণসংযোগ করেছেন। মঙ্গলবার সারাদিন গোবিন্দপাড়া ইউনিয়নের মাড়িয়া মোড় হইতে জিয়াপাড়া কোটগ্রাম বানইল বাজার বটতলী বাজার রামপুরপাতার, শান্তিপাড়া, বাকশৈল, খাজুর গোবিন্দপাড়া, দামনাশহাট, বিলমালইল, ফজরের মোড়, সতেপাড়া, শালজোড়, চাইসারা, দেওপাড়া সহ গোবিন্দপাড়া ইউনিয়নে সকল জায়গায় গণসংযোগ করেছেন। ভোটারগন নৌকা প্রতীকের বিকল্প কিছু ভাবছেন মুলত নৌকা প্রতীক ঘিরে নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।এই আসনের ২টি পৌরসভা ও ১৬ টি ইউনিয়নের মধ্যে ২টি পৌরসভাসহ সিংহভাগ ইউনিয়ন পরিষদ (ইউপি) ক্ষমতাসীনদের দখলে থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ের দারপ্রান্তে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।১৯ ডিসেম্বর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
এতে নেতা এবং কর্মী-সমর্থকসহ সাধারণ ভোটারদের মাঝে ভোট উৎসব ও নির্বাচনের আমেজ বইছে।এই অঞ্চলের সাধারণ ভোটারগণ ব্যক্তি নয় নৌকা প্রতীকের বিকল্প কিছু ভাবছেন না।
উন্নয়নশীল স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাজশাহী-৫৫ বাগমারা-৪ আসনে আওয়ামীলীগের নৌকা মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করা আহ্বান জানিয়েছেন গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন।