ফিরে পেতে চাই ফেলে আসা শৈশব,
হারিয়ে যাওয়া মধুর সময় যতসব।
কল্পনার রতে স্মৃতির পথে ফিরে,
ফেলে আসা দিনগুলো দেয় নেড়ে।
হাতছানি দিয়ে ডাকে “আয় ফিরে আবার”,
ইচ্ছে জাগে, ইস্, যদি পারতাম একবার।
চিন্তাহীন চলা আবেগে ছুটে যাওয়া,
একাকিত্ব সময়ে যায় বয়ে সে’হাওয়া।
পুস্করিণীতে নাওয়া, ডুব দিয়ে যাওয়া,
ওপাড়ে মাথা তুলে আনন্দের শ্বাস নেয়া।
কোথা সব গেল হারিয়ে, নেই কোন পুকুর,
ভরানো পুকুরে চড়ে এখন গরুছাগল কুকুর।
নেই কোথাও স্মৃতির চিহ্ন মনিকোঠার লেশ,
আজকের দিনে দেখা মেলেনা, সবটাই শেষ।
যেতে চাইনা আমি সে সুন্দরময় শৈশবে,
পাবোনা স্মৃতির জায়গা কাঁদতে নিরবে।
★★★★
খুলশী, চট্টগ্রাম
ডিসেম্বর ১৯, ২০২৩