ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাব্বির নামে এক মাদরাসা ছাত্রের গলায় শার্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ থানায় নিহতের বাবা আনিছুর রহমান বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
গত রোববার শিশু ছাব্বির নিখোঁজ হন। এরপর গতকাল রাত সাড়ে ৭টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আলাই নদীর বাঁধ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশু ছাব্বির জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম রাঘবপুর (ভূতমারা) গ্রামের আনিছুর রহমানের ছেলে। সে ভূতমারা ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।
মামলার বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানা পুলিশের (ওসি) তদন্ত আব্দুল মোত্তালেব। তিনি বলেন, শিশু ছাব্বিরের মরদেহ উদ্ধারের ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। হত্যাকারীরা পুলিশকে বিভ্রান্ত করতে শিশুটিকে হত্যার পর গোবিন্দগঞ্জ থানা এলাকায় ফেলে যায়। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।