ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩১,গাইবান্ধা- ৩(সাদুল্লাপুর-পলাশবাড়ী)আসনের নৌকার প্রার্থী এ্যাড, উম্মে কুলছুম ম্মৃতি তার নির্বাচনী এলাকার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় গণসংযোগ , শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ,নলডাঙ্গা নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ,কিশামত হামিদ প্রাথমিক বিদ্যালয়, খামার দশলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক পৃথক ভাবে উঠান বৈঠক,পাতিলের কুড়ায় পথসভা ও গণসংযোগ করেছেন। এসময় নেতা-কর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক নারী-পুরুষ তার প্রতি সমর্থন জানান।
২০ ডিসেম্বর বুধবার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এসব উঠান বৈঠক ও পথসভায় বর্তমান সরকারের উন্নয়নের চিত্র এবং সরাসরি জনগণকে দেওয়া সরকারি সুবিধাগুলো তুলে ধরেন। এছাড়াও তিনি চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ সর্বসাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে গাইবান্ধা ৩ আসনের এ নির্বাচনে মোট ৪ লাখ ৭৪ হাজার ৮ শত ৭৬ জন নারী পুরুষ ভোটার রয়েছে।