----------রেজাউল করিম রাজা---------
নদী হয়ে দেখি ঐ যে সাগর হয়ে দেখাবো
নদীর ঘাটে যেওনা একা রয়েছে গল্প কথা,
চোখের কোনায় জল ছলছল দেহের তরে
নদী হয়ে দেখি ঐ যে সাগর হয়ে দেখাবো,
দেহের তরে বইছে নদী বৃষ্টি ঝরে চোখে,,
সাগর হয়ে গড়ছে ভরে বুক ঢেউ দেয় বুক
এ দেহের তরে বইছে নদী সাগর বুক,
চোখের পলকে ছুটে চলে নদী সাগরের বুক
কেউ জানে চুপি চুপি বাঁশের সঙ্গে বাশি,
নদী হয়ে দেখি ঐ যে সাগর হয়ে দেখাবো
নদীর ঘাটে যেওনা একা রয়েছে গল্প কথা,
দেহের ভিতর দুই প্রেমিক মিথ্যে লেখা নয়
পুরুষ নারী স্বাদের তরে জল ছলছল করে,
ঘাটের কাছে দেখি মোর উঁকি দেয় ঢেউ
এ দেহের তরে বইছে নদী সাগর বুক,
চোখের পলকে ছুটে চলে নদী সাগরের বুক
কেউ জানে চুপি চুপি বাঁশের সঙ্গে বাঁশি,
চোখের কোনায় জল ছলছল দেহের তরে,,
নদী হয়ে দেখি ঐ যে সাগর হয়ে দেখাবো
নদীর ঘাটে যেওনা একা রয়েছে গল্প কথা,
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং