বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ও বিকেলে লাঙ্গলের সমর্থনে সোনাগাজী-দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সঙ্গে পৃথক সভায় তিনি লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এর আগে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ফেনীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থীকে জেতানোর জন্য কোনো কাজ করবেন না বলে মন্তব্য করেন নিজাম হাজারী। যা নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়।
বৃহস্পতিবার বিকেলে সোনাগাজী জারা কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নিজাম উদ্দিন হাজারী।
সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে ফেনী-৩ আসনে নৌকার আদলে লাঙ্গল রয়েছে। আমাদের দায়িত্ব শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করা। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা নিরাপদ থাকবে। শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় রাখতে হলে যে কোনো বিষয়ে ছাড় দিতে ফেনী জেলা আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে। মান-অভিমান ভুলে লাঙ্গলের পক্ষে ভোট করার জন্য সব নেতাকর্মীকে আহ্বান জানাই।
সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী-৩ আসনের লাঙ্গলের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজুল কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মিলন, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন।
এর আগে দুপুরে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে লাঙ্গলের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানেও একইভাবে নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে লাঙ্গল প্রতীককে জেতানোর জন্য কাজ করার আহ্বান জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
প্রসঙ্গত, ফেনী-৩ আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমে আবুল বাশারকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। পরবর্তীতে আসন সমঝোতায় জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়। তিনি লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং