স্টাফ রিপোর্টার।। নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রচারের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে পঞ্চগড় চিনিকল মাঠে জনসভায় ভার্চুয়ালি ভাষণ দিলেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ভার্চুয়ালি বক্তব্য দিলেও কানায় ভরে উঠে বিশাল এই চিনিকল মাঠ। নির্ধারিত সময় বিকাল তিনটার আগেই জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী, সমর্থক নারী পুরুষরা ব্যানার ফেস্টুনসহ মিছিল নিয়ে মাঠে এসে জড়ো হন। প্রধানমন্ত্রী বক্তব্য দিতে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে প্রবেশ করলে উপস্থিত জনতা দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে রেলপথ মন্ত্রী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের নাম ধরে বক্তব্য শুনতে চান। মন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রেলমন্ত্রী হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেছি। তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুটি আসনই প্রধানমন্ত্রীকে উপহার দিবেন বলে ঘোষণা দেন। তিনি পঞ্চগড়ে একটি বিশ^বিদ্যালয় স্থাপন ও বাংলাবান্ধা পর্যন্ত রেল সম্প্রসারণের দাবি তুলে ধরেন। এ সময় পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভুইয়া মুক্তাসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। #