ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ৩১গাইবান্ধা -৩ আসনের নির্বাচনী এলাকার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে নৌকা মার্কা পক্ষে পলাশবাড়ী পৌর শহরের একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূর্নরায় দলী কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে অংশ নেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
এছাড়াও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,সাবেক সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,সাবেক সহ সভাপতি এনামুল হক মকবুল, যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু,সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত, আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্মল মিত্র, উপজেলা যুবলীগের সভাপতি রাসেল মাহমুদ তাপস,সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু,জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সাবু,উপজেলা কৃষকলীগের সভাপতি মোহাব্বতজান চৌধুরী,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলাম,তাতীলীগের সাবেক সভাপতি আকতারুজ্জামান টিটু,সাবেক সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজীব,মৎস্যজীবীলীগের সভাপতি মনিরুজ্জামান রাসেল,যুব মহিলালীগ সভাপতি কল্পনা আক্তার,উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান মিল্লাত, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সুমন,পৌর ছাত্রলীগের আহবায়ক মাসুম সরকার,উপজেলা জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগের সভাপতি সাইদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু,পৌর তাতীলীগের সাধারণ সম্পাদক পলাশসহ উপজেলা আওয়ামীলীগ, পৌর,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে পলাশবাড়ী পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।