ষ্টাফ রিপোর্টার(চট্টগ্রাম):-নগরীর প্রবেশদার কর্নফুলি উপজেলার মইজ্জার টেক আখতারুজ্জামান চত্বরস্হ মায়মুনা-শফি টাওয়ারে MEN’S ZONE নামের জেন্টস এন্ড কিডস আইটেমর দোকান উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার হতে প্রতিষ্ঠানটি বানিজ্যিক কার্যক্রম শুরু হয়।এখানে দেশী বিদেশী বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের পণ্য সামগ্রি বিক্রি হয়ে থাকে।
।উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, মার্কেটের কর্নধার সাইফুজ্জামান রাফি, রাজনৈতিক ব্যক্তিত্ব সেকান্দর আজম চৌধুরী, বিশিষ্ট ব্যাবসায়ী মুহাম্মদ কামাল,বিশিষ্ট সাংবাদিক এম,সফিউল আজম চৌধুরী সহ আরও অনেকে। উদ্বোধন শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান দোকানটির সত্ত্বাধিকারী মাইনুর হাসান বাপ্পি।