ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধায় সংবাদ লেখনী, স্থির ও চলমান চিত্র ধারণে দক্ষতা অর্জন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২২ ডিসেম্বর শুক্রবার গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের আয়োজনে গণ উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশ টিভির প্রতিনিধি অমিতাভ দাশ হিমু, এশিয়ান টিভির খালেদ হোসেন, একাত্তর টিভির শামীম আল সাম্য ও ইনডিপেনডেন্ট টিভির আরিফুল ইসলাম বাবু।এ সময় উপস্থিত ছিলেন সিএনএন বাংলা টেলিভিশনের ফারহান শেখ।
পরে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বিশিষ্ট আলোকচিত্র শিল্পী ও গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কুদ্দুস আলম, এখন টিভির বগুড়া ব্যুরোর স্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু, সময় টিভির সাবেক চিত্রগ্রাহক ও সংগঠনের সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম মুন্না।
এসময় স্ক্রিপ্ট এর ভাষা, চিত্রধারণের নানা বিষয় ও সংবাদকে চিত্রের মাধ্যমে আকর্ষণীয় করে তোলার পদ্ধতি হাতে কলমে শেখানো হয়। প্রশিক্ষকরা চিত্রগ্রাহকদের নানা প্রশ্নেরও উত্তর দেন।
এই প্রশিক্ষণে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২০জন চিত্রগ্রাহক অংশ নেন। তাদের হাতে কর্মশালায় অংশ গ্রহনের সনদ তুলে দেন অতিথিরা।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং