ষ্টাফ রিপোর্টার (চট্টগ্রাম): সীতাকুণ্ড পৌরসভার সন্ত্রাসী জাফর আলী (৪০)কে এক সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২২শ পিচ ইয়াবা উদ্ধার করে হয়। ধৃতরা হল সীতাকুন্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুরের মৃত আব্দুল আজিজের ছেলে।তার সহযোগী আব্দুল মান্নান প্রকাশ মনা (৩৮) ফকিরহাট এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সীতাকুণ্ড পৌর সদরের রেলওয়ে দিঘির পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সীতাকুন্ড থানার পুলিশ জানায়,গোপন সুত্রে খবরের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার করার লক্ষ্যে রেলওয়ে দিঘির পাড়েে অবস্হান করছে যেনে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জাফর আলী ও আব্দুল মান্নানকে আটক করা হয়। এ সময় জাফরের দেহ তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়।গ্রেফতার জাফর সীতাকুণ্ডের ত্রাস মোহাম্মদ আলীর সেকেন্ড ইন-কমান্ড। তার বিরুদ্ধে চাঁদাবাজি, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা আছে। আব্দুল মান্নানের বিরুদ্ধে থানায় ৩টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং