চোখেরি জলে নিও না বদলা
ভুল হলে ক্ষমা করে দিও।
জেনে রেখো বিরহে তোমার
আমিও ফেলি,
কত কত চোখের জল,
হয়তো হয়েছে
তাতেই মহা সমুদ্রে
সফেদ জলরাশির ঢল।
এই চোখের জলেই
কত স্বপ্ন আজও আঁকি
জানিনা আরো কত আছে
চোখের জল
এই চোখেতেই বাকি।
চোখের জলে বুক ভেসে যায়,
আকাশ-বাতাস ভারী,
তবু’তো কেউ জানে না আমি যে নারী।।