মো: আসাদুজ্জামান আসাদ বিশেষ প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও চিনিকলের ৬৬তম আখ মাড়াই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ২২শে ডিসেম্বর (শুক্রবার) বিকেলে ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের আয়োজনে সুগার মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে ২০২৩-২০২৪ মাড়াই মৌসুমে ৬৬ তম এই আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব (শৃঙ্খলা) অতিরিক্ত দায়িত্ব (প্রশিক্ষণ ও এনপিও), শিল্প মন্ত্রণালয় শামীম সুলতানা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবাশীষ দত্ত সমীর প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, সুগার মিলের কর্মকর্তা ও কর্মচারী, আখ চাষী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ আরো অনেকে।
উল্লেখ্য এ মৌসুমে চিনিকলে আখ মাড়াই এর লক্ষ্যমাত্রা ৭০ হাজার মেট্রিক টন। চিনি আহরণের লক্ষ্যমাত্রা ৬.৫০%, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪হাজার ৫শত ৫০ মেট্রিক টন ধরা হয়।
২০২২-২০২৩ রোপণ মৌসুমে দণ্ডায়মান আখের পরিমাণ ৪হাজার ৬ শত ১০ একর। ২০২৩-২০২৪ মৌসুমে আখ রোপণ লক্ষ্যমাত্রা ৭হাজার একর। অদ্যাবধি আখ রোপণ ২হাজার ৬ শত ৭৪ একর।
অনুষ্ঠানে বক্তারা ঠাকুরগাঁও চিনিকল ও চিনি শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান এবং আখ চাষীদের আখ চাষে উৎসাহিত করেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং