ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে দেশব্যাপী জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। এরই ধারাবাহিকতায় ৩১ গাইবান্ধা -৩ আসনে আওয়ামীলীগ দলীয় মনোনীত নৌকা প্রতিক বিজয়ী বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি,র পক্ষে তারই ছোট ভাই সাবেক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সারোয়ার প্রধান বিপ্লব নৌকা বিজয়ের লক্ষ্যে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পলাশবাড়ী পৌর এলাকা সহ পৌর এলাকার বাইরে বিভিন্ন স্থানে গ্রামে-গঞ্জে চায়ের দোকানে দিনরাত নিরলস ভাবে পরিশ্রম করে চলেছেন।
পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের এমন ধারাবাহিক প্রচার প্রচারণায় আজ বাইশে ডিসেম্বর শুক্রবারে পলাশবাড়ী পৌরসভার উল্লেখিত বেশ কয়েকটি গ্রামে প্রচার প্রচারণা শেষে সন্ধ্যায় পৌরসভার ১ নং ওয়ার্ড বাষকাটা গ্রামের ব্রাক মোড়ে দলীয় নেতা কর্মী এবং সমর্থকদের সাথে নিয়ে স্থানীয়দের মাঝে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরে দিক নির্দেশ না মূলক বক্তব্য প্রদান করে এবং এ আসনের নৌকা প্রতীক বিজয়ী অ্যাডভোকেট স্মৃতিকে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে ভোট প্রার্থনা করেন।
দিনরাত নিরলস পরিশ্রমের ফলস্বরূপ সাধারণ জনতার আগ্রহ এবং সাড়া পাওয়ার ব্যাপারে সাংবাদিকের প্রশ্ন উত্তরে মেয়র জানায়, বর্তমান জনগণ উন্নয়ন মূখী।দেশে বর্তমানে যে পরিমাণে উন্নয়ন সাধিত হয়েছে এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে বর্তমান সরকারকে পুনরায় নির্বাচিত করবে। তিনি আরো বলেন স্বাধীনতার পক্ষের মার্কা নৌকা মার্কা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মার্কা নৌকা মার্কা। আমার এ পরিশ্রম বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য করার জন্য,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং পলাশবাড়ী পৌরবাসীকে একটি স্মার্ট পৌরসভা গঠনের মাধ্যমে উপহার দেয়ার জন্য। আমাদের গাইবান্ধা -৩ আসনটিতে নৌকা মার্কা বিপুল ভোটে বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দিতে চাই ইনশাআল্লাহ।