মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।উপজেলার ০৭নং বিজোড়া ইউনিয়নের কাঞ্চন রেলস্টেশন বাজার সংলগ্ন রঘুপুর উচ্চ বিদ্যালয় মাঠে রেল লাইনের নিরাপত্তা ও সার্বিক বিষয়ে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে বিরল থানার আয়োজনে ও অফিসার ইনচার্জ শাহ গোলাম মাওলা’র সঞ্চালনায়, মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আব্দুল্লাহ আল মাসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল শেখ মো: জিন্নাহ আল মামুন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বিরল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রহমান আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ মর্জিনা বেগম, দিনাজপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ, কাঞ্চন জংশন এর ষ্টেশন মাষ্টার জনাব মোঃ ইদ্রিস আলী খান, ০৭নং বিজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, ইউপি সদস্য, গ্রাম পুলিশের সদস্যবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, রেল লাইনের নিরাপত্তাসহ যে কোন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা রাখতে হবে। আর নাশকতাকারীকে কেউ ধরিয়ে দিলে বা তথ্য দিলে তাকে ২০ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে।