হে প্রিয়া মনে কি পড়ে
সেই ছোট্ট ঘরে,
কত সুখে কেটেছে দু’জনার,
কত আলাপন।
ভুলিতে পারিনা আজও
সেই স্মৃতি,
বিচ্ছেদের পড়ে,
সেই পথ ধরে
হয়নি পথচলা,
শুধু হাহাকার রয়ে গেছে
আরো বেশি কথা না বলার।
তোমার জন্য জ্বলে আজও
দহনে দহনে এই হিয়া,
ওগো প্রিয়া এই চিত্বের মাঝে
তোমার বৃত্ত খুঁজে পাই,
তবু কেন?
তুমি এই জীবনে কোথাও নাই।
বারে বারে হাহাকার করে ওঠে
তোমার জন্য এই মন,
ওগো তুমিযে ছিলে আমার কত আপন।।