পেয়ার আলীঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় থানা পুলিশ গোপনে অভিযান পরিচালনা করে সুশান্ত চন্দ্র দাস (২১) এবং মোশাররফ হোসেন (২৮)নামের ২ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ |
২২ ডিসেম্বর (শুক্রবার) রাতে রানীশংকৈল উপজেলার ৩নং হোসেনগাঁও ইউপির অন্তর্গত রাউতনগর বাজারে জনৈক রুহুল আমীনের পানের দোকানের সামনে পাঁকা রাস্তার থেকে সন্দেহভাজন ২জন ব্যক্তির দেহ তল্লাশি করে (১৫) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে থানা পুলিশ |
গ্রেপতারকৃত আসামী সুশান্ত চন্দ্র দাস(২১) রানীশংকৈল উপজেলার ভান্ডারা দাশপাড়া (পৌরসভা)৪ নং ওয়ার্ডের জগদীশ চন্দ্র দাসের ছেলে অপরজন পৌরসভার ৫ নং ওয়ার্ডের নুর ইসলামের ছেলে |
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান- ইয়াবাসহ হাতেনাতে আটক হওয়া আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রানীশংকৈল থানায় মামলা দায়ের করা হয়েছে |