গোলাম রাব্বানী হরিপুর প্রতিনিধি।ঠাকুরগাঁও হরিপুরে গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামের মোঃ সোহেল রানা নামের এক কৃষকের ৩৫ শতাংশ জমির ভুট্টা ক্ষেত গত ১৮/১২/২০২৩ সোমবার রাতের আঁধারে কে বা কারা শত্রুতার জেরে ঘাস মারা বিষ স্প্রো মেশিন দ্বারা ছিটিয়ে ফসলটি নষ্ট করে দিয়েছেন।
ফসলের মালিক মোঃ সোহেল রানা (৩৫), পিতা আব্দুল করিম, জানান আমি একজন সাধারণ কৃষক গরিব মানুষ আমি মানুষের বাসায় কাজ করে খাই অনেক কষ্ট করে আমি ফসলটি করছি আমার প্রায় ৮০,০০০/ হাজার টাকার ফসল নষ্ট করে দিয়েছে।
আমি এখন নিঃস্ব হয়ে গেলাম। তিনি আরো বলেন আমার ফুপাতো ভাই রফিকুল ইসলাম তার সাথে আমার জমি জায়গা নিয়ে ঠাকুরগাঁও আদালতে কয়েকটি মামলা রয়েছে এবং আমি কয়েকটি মামলার রায়ও পেয়েছি সেই সুবাদে আমার ফসলটি নষ্ট করতে পারে এবং আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসতো রফিকুল ইসলাম, সেই জন্য আমি তার বিরুদ্ধে একটি হরিপুর থানায় সন্দেহভাজন মামলা দায়ের করি
হরিপুর থানায় সাধারণ একটি অভিযোগ দায়ের করেছেন বলেছেন এস আই মমিরুল ইসলাম,
সেই অভিযোগের ভিত্তিতে এস,আই মমিরুল ইসলাম ঘটনাস্থলে
পরিদর্শন করেছেন
মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং