“মনে যদি সুখের নাচন লাগে,
একটু খুশীর ভাব জাগে
ক্ষতি কি বলো,
সুরে সুরে যদি আবেগ ঢালো?
যদি ভৈরবী সুর বাজাও
সুরে সুরে সুর জাগাও
তবে ক্ষতি কি বলো
একটু যদি মনে আনন্দ এলো?
আহা !!! সময় যদি হয় মায়াবী
এলোমেলো করে হৃদয়ের ছবি
তবে ক্ষতি কি বলো
মনের শহরে যদি জ্বলে আলো?য
দি মন ছুঁয়ে যায় মন
কারণে অকারণ
ক্ষতি কি বলো
মনে যদি কৃষ্ণচূড়া প্রেম জ্বালো!
যদি আবেগ কাঁপায় মন
বাউরি বাতাসে উদাসী হও কিছুক্ষণ,
ভালোবাসায় মাখাও মন
গভীর প্রেমে করো স্নান,
তবে ক্ষতি কি বলো
যদি “ভালোবাসি” বলেই ফেলো॥