নিজস্ব প্রতিবেদক।। নৌকার বিজয় সুনিশ্চিত করতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বালিয়াডাংগী উপজেলা শাখার আয়োজনে বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে।
২৪ ডিসেম্বর রবিবার দুপুরে বালিয়াডাংগী উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে সমির উদ্দিন স্মৃতি কলেজ মাঠে কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ডেনিস ইসলাম পিংকির সভাপতিত্বে
নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দবিরুল ইসলাম। উক্ত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শীলা ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি, সাবেক এমপি শিরীন নাঈম পুনম,বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুব সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া পান্না,বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মরিয়ম বিনতে হোসাইন খেয়া,বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেনিগার হোসেন তন্ময়,বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলেনতাজ রুবি, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড, জেবুনাহার,বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য নীপা সরকার ছাড়াও কেন্দ্রীয়, স্থানীয় বিভিন্ন সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উক্ত জনসভাটিকে সাফল্যমন্ডিত করতে বালিয়াডাংগী মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ… জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডের আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী, নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ কে প্রতি উপস্থিত থাকার আহবান জনান।