রোজ রোজ এই মাঠে মৌমাছি আসে
রাত্রির মৌনতায়,
চাঁদ হাসে।
এখানে প্রজাপতি দল বেঁধে উড়ে
রাখালিয়া গান ধরে
ভাওয়াইয়া সুরে।
ভোরের সূর্য উদয় এখানে হয়
কিচিরমিচির শব্দ করে নানানভাবে
পাখি কথা কয়।
সবুজের বুকে গায়ের লোক
কত সুখে আছে,
আমিও যখন তখন
যাই ছুটে কাছে।
নরম কাদামাটির ছোয়া যখন পাই
পৃথিবীতে বেঁচে থাকতে
ভালো লাগে তাই।
নীল আকাশে যখন তুলো মেঘ ঘুরে
চোখ দু’টো মেলে দেই ঐ দূরে।।