মোঃ আব্দুস সবুর(বালিয়াডাঙ্গী)ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আধারদিঘি কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ এর বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে যীশু খ্রীষ্টের জন্ম দিন পালন করা হয়েছে।
২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সকালে কেক কেটে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
যীশু খ্রীষ্টের জন্ম দিন উর্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালক লক্ষিন্দর সিংহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আধারদিঘি কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ এর সাধারণ সম্পাদক সম্ভুরাম,সদস্য নরেশ দাস,আলো দাস সহ প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী সহ খ্রিস্টান ধর্মাবলীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
পরে যীশু খ্রীষ্টের জল্মদিন উপলক্ষে গীর্জায় প্রার্থনা,কীর্তন, এবং সকলের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।