স্টাফ রিপোর্টার।। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজের লিখিত ব্যাখ্যা দিতে এসে পঞ্চগড়-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, নোটিশ দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, যারা ভোট দেবেনা তাদের একটা তালিকা করার কথা বলেছি। এটি উস্কানিমুলক বক্তব্যের আওতায় এসেছে আচরণবিধি লঙ্ঘনের। সেটিই আমি বললাম যে, যে দুটি ধারায় আপনারা আমাকে নোটিশ দিয়েছেন। এই ধারায় আমার বক্তব্যে উস্কানিমুলক বক্তব্যের আওতায় পড়ে না। কাজেই একজন প্রার্থী হিসেবে আমরা দ্বায়িত্ব ভোটারদের আহ্বান করানো ভোট দেয়ার জন্য। যারা ভোট দিতে আসতেছেনা তাদের তালিকা তো থাকছেই।
তিনি বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও পঞ্চগড় জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসাইনের কার্যালয়ে শোকজের লিখিত ব্যাখ্যা প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ভোটে আসবেন না। ভোট দিবেন না। এ ধরনের নেগেটিভ কোন বক্তব্য তো আমি দেইনি। তারপরেও যেহেতু আমাকে নোটিশ করেছেন, আমি এসেছি। ভবিষ্যতে আমি সর্তক থাকবো। কারণ আমাদের যে আচরণ বিধি এটি মেনে চলার। আমি নিজেও একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য এবং জনগণের অংশগ্রহণমুলক নির্বাচন হোক, সেটা আমি নিজেও অঙ্গীকারবদ্ধ। কাজেই এ ধরনের বক্তব্যে কোন উস্কানিমুলক আওতায় আসে, এ ধরনের বক্তব্যের ব্যাপারে আমি ভবিষ্যতে সতর্ক থাকবো।
এসময় পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের সরকারী পক্ষের কৌশলী আমিনুর রহমান, বোদা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শোকজের জবাব দিতে বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে এসে পৌছাঁন পঞ্চগড়-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। পরে দুপুর ১২টার দিকে পঞ্চগড়-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও পঞ্চগড় জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসাইনের কার্যালয়ে যান তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সাংসদ রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারী করেন পঞ্চগড়-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসাইন। সেই সাথে বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশনা দেয়া হয়।