মমো: আসাদুজ্জামান আসাদ, বিশেষ প্রতিনিধি,ঠাকুরগাঁও : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী রমেশ চন্দ্র সেন বলেছেন, বিএনপি বা জাপা ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের কোন উন্নয়ন করেনি। এদেশে বিএনপি ও জাতীয় পার্টি মিলে প্রায় ২২ বছরেরও বেশি ক্ষমতায় ছিলো, অথচ তারা দেশের মানুষের জন্য কিছুই করেনি। আর আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তারা এদেশের ও দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে।
আজ বুধবার সন্ধ্যায় সদর উপজেলার আওতাধীন রহিমানপুর
ইউনিয়নের রহিমানপুর প্রাথমিক
বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত একটি উশৃংখল রাজনৈতিক দল। তাদের কাজই হচ্ছে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করা। এদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। যাতে করে বিএনপি-জামায়াত দেশের শান্তিপূর্ণ পরিবেশ কোনভাবেই নষ্ট করতে না পারে।
রমেশ চন্দ্র সেন আরো বলেন, ক্ষমতায় থাকাকালীন অবস্থায় উন্নয়নের কথা বলে বিএনপি দেশের অর্থ-সম্পদ লুন্ঠন করেছে। এ কারণে বিএনপি দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর আওয়ামী লীগ জনগণের কল্যাণে উন্নয়ন করে যাচ্ছে। আমাদের উন্নয়নগুলো জনগণের সামনে দৃশ্যমান।
আমরা চাই বাংলাদেশের জনগণ সুন্দর ভাবে জীবনযাপন করতে পারে। সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুরো বাংলাদেশে উন্নয়নের কাজ চলমান রয়েছে।
সাবেক এই মন্ত্রী আরো বলেন, শুধু করোনা কাল ও ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের জন্য দেশের কিছুটা অভাব ছিলো, কিন্তু অন্য কোন সময়ে এই ধরনের অভাব দেশে ছিলো না। তবে করোনার সময়ও আমরা চেষ্টা করেছি, জনগণের যেনো কষ্ট নাহ হয়। আমরা চাল ডাল দিয়েছি, আবার বিনামূল্যে চিকিৎসা ও টিকাও দিয়েছি।
আওয়ামী লীগের সিনিয়র এ নেতা আরো বলেন,বাংলাদেশে আওয়ামী ছাড়া কোন দল নেই যে দল দেশের উন্নয়ন করতে পারে। একমাত্র আওয়ামী লীগই হলো উন্নয়নের দল। সকলেই আওয়ামী লীগের সঙ্গে থাকবেন।
সভায় রহিমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. স. ম গোলাম ফারুক রুবেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক হাবীব উলুব্বী, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আবদুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো, জেলা কৃষক লীগের সভাপতি পবারুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ চৌধুরী রিংকু, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল ওয়াফু তপু, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন রনি, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফ সরকার প্রমুখ।
বক্তারা আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারো আগামী ৭ জানুয়ারি সকলকে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী ও রমেশ চন্দ্র সেনকে এমপি করার আহবান জানান।
এসময় জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তারা বেগম, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।