রানীশংকৈল ( ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বাচোর ইউনিয়নের বাচোর গ্রামের করিমের ভুট্টা ক্ষেত নষ্টের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে করিম বর্গা নিয়ে ২ বিঘা জমিতে ভুট্টা ক্ষেত লাগিয়েছিলেন সেই ভুট্টা ক্ষেতের ৫ শতাংশ জমিতে আগাছা নাশক ঔষধ ( কীটনাশক) ছিটিয়ে নষ্ট করেছেন বলে অভিযোগ দায়ের করেন একই গ্রামের আলিমের বিরুদ্ধে। এই বিষয়ে করিম বলেন গত ২৪ ডিসেম্বর আমি আমার ভুট্টা ক্ষেতের পরিচর্যা করতে গিয়ে দেখি আমার ভুট্টা ক্ষেতের গাছ গুলো শুকিয়ে গেছে এবং পাতাগুলো ঝড়ঝড়ে হয়ে গেছে কিছু গাছ মরেও গেছে। এরপর খোঁজ নিয়ে জানতে পারলাম যে আলিম তার জমিতে আগাছা নাশক ঔষধ ছিটিয়েছে সে সময় আমার ভুট্টা ক্ষেতে ইচ্ছে করে আগাছা নাশক ঔষধ ছিটিয়েছে। এরপর তার সাথে যোগাযোগ করি এবং সে স্বীকার করে পরবর্তীতে পারিবারিক ভাবে বিষয়টা সামাধান করবে বলে আমাকে জানান। কিন্তু পরে সে কোন পাত্তা না দেওয়ায় আমি ইউনিয়ন পরিষদে অভিযোগ করেছি।
অভিযোগের বিষয়ে আলিমের সাথে মুঠোফোনে কথা বললে সে অভিযোগ অস্বীকার করে বলে আমি কোন আগাছা নাশক ঔষধ করিমের জমিতে দেইনি ,সে প্রমাণ করুন আমি ছিটিয়েছি।
এবিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতেন্দ্রনাথ রায়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি তাদের দুই পরিবারকে ডেকে সামাধান করে দিতে হবে ।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং