ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ :-নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহন যোগ্য করতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন নির্বাচন কমিশন। ইতোমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলায় জেলায় ব্যালট পেপার পৌছানোর কাজ শুরু হয়েছে।
গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন হাট বাজার চায়ের দোকানে প্রচার প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল।
দেশের বৃহত্তর একটি অংশ নারী ভোটার। সেই নারী ভোটারদের মাঝে নির্বাচনের কোন আমেজ নেই।তারা বলছেন ভোট আমরা কোন প্রার্থীকে দিবো। কেউ তো ভোট চাইতে আসেনি।মাঝে মধ্যে শুধু মাইকে প্রচার প্রচারনা শুনতে পাই।
পলাশবাড়ী উপজেলার পৌর শহরের উদয় সাগর গ্রামের সেলিনা বেগম (৫৫) বলেন ভোট চাইতে কেউ আসেনি। আমাদের ভোটের কি কোন মুল্য নেই।
নুনিয়াগাড়ী গ্রামের ফাতেমা আকতার সোনিয়া বলেন আমরা পৌর সভার বাসিন্দা আমাদের কাছে কোন প্রার্থী ভোট চাইতে আসেনি।আমরা ভোট কেন্দ্রে কেন যাবো।
কিশোরগাড়ী ইউপির কাশিয়াবাড়ী গ্রামের মনজু বেগম বলেন কিসের ভোট আমার কাছে কেউ ভোট চাইতে আসেনি।আমি কেন দিবো।
হোসেনপুর ইউপির ঝাপর গ্রামের ফেন্সি বেগম বলেন নির্বাচনের ১০ দিন বাকী কেউ ভোট চাইতে আসেনি।
সাদুল্লাপুর উপজেলার তাজনগর গ্রামের রুমি বেগম আমার বাড়ীতে ৭ টি ভোট কোন প্রার্থী কিংবা তার কোন কর্মী ভোট চাইতে বাড়ীতে আসেনি।
উল্লেখ্য গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের মোট ভোটার ৪ লক্ষ ৭৪ হাজার ৮শ ৭৬জন। যার মধ্যে ২ লক্ষ ৪১ হাজা ৯ শ ২৩ জনই নারী ভোটার।