মো: আসাদুজ্জামান আসাদবিশেষ প্রতিনিধি, ঠাকুরগাঁও:আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ রংপুর বিভাগ ও এর বিভিন্ন জেলা ওয়ারি দায়িত্ব বন্টন করেছে। এতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: আলী আবরার কে নৌকা মার্কা প্রচার প্রচারণা এবং নৌকার প্রার্থীর বিজয়কে নিশ্চিত করতে সংগঠনের পক্ষে কাজ করতে ঠাকুরগাঁও ও পঞ্চগড় এই দুই জেলার নির্বাচনী সাংগঠনিক দায়িত্ব প্রদান করেছে। গত ২৬শে ডিসেম্বর রাতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হয়। এই দায়িত্ব প্রদানের ফলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সহ-সভাপতি শামীম শাহরিয়ার, কৃষিবিদ মো: আবদুস সালাম ও সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু কে রংপুর বিভাগের সমন্বয় এর দায়িত্ব প্রদান করা হয়েছে। তাছাড়া জেলা ওয়ারি নির্বাচনী সাংগঠনিক দায়িত্ব হিসেবে উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বরদা ভূষণ রায় লিটনকে দিনাজপুর জেলা, উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ কে ও উপ-স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আবদুল্লাহ হেল কাফি মন্ডলকে গাইবান্ধা জেলা, উপ-যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: জসিম মাদবর কে কুড়িগ্রাম জেলা, কার্যনির্বাহী সদস্য এ্যাড. আয়মুল হাসান সুমনকে রংপুর মহানগর, কার্যনির্বাহী সদস্য রাজিবুল হাসানকে নীলফামারি জেলা, কার্যনির্বাহী সদস্য তৈহিদুর রহমান সেলিম কে রংপুর জেলা এবং কার্যনির্বাহী সদস্য শাবুদ্দিন চঞ্চলকে লালমনিরহাট জেলার নির্বাচনী মনিটরিং এর সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হয়েছে।
ডা: আলী আবরার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হিসেবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার ঢাকা এর মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এর দায়িত্বও পালন করছেন। তাছাড়া তিনি সম্প্রীতি বাংলাদেশ এর ঠাকুরগাঁও জেলা শাখা’র আহবায়কের দায়িত্বও পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় নেতা হিসেবে, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা শাখা’র সমন্বয়ক এর দায়িত্বও দীর্ঘদিন পালন করেছেন।
নির্বাচনে সাংগঠনিক দায়িত্ব প্রাপ্তির বিষয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর স্বাস্থ্যজনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: আলী আবরার বলেন, স্মার্ট বাংলাদেশের পক্ষে, নৌকার পক্ষে নিরঙ্কুশ ভোট বিপ্লব, অপ্রতিরোধ্য, আধুনিক , আতœমর্যাদাশীল ও উন্নত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও বঙ্গবন্ধু তনয়া দেশরতœ শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে এবং উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার প্রত্যয়ে এবং নৌকা প্রতীককে বিজকে সুনিশ্চিত করতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর পক্ষ থেকে যে নির্বাচনী সাংগঠনিক দায়িত্ব আমাকে প্রদান করা হয়েছে তা সততা ও দক্ষতার সাথে করার চেষ্টা করবো। পাশাপাশি নৌকার বিজয়কে নিশ্চিত করার মাধ্যম্যে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার যে সংগ্রাম শুরু হয়েছে সেই সংগ্রামে সর্বোচ্চ শ্রম দিয়ে নৌকা মার্কা তথা আওয়ামীলীগকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ বলেও জানান তিনি।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং