ঢাকা থেকে ফিরে শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের ডাক বাংলোতে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পূর্বমুহূর্তে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় করেন তিনি।
বক্তব্যের মাঝখানেই জনসভার অনুমতি আছে কিনা এমন প্রশ্নে বাধা প্রদান করেন ঠাকুরগাঁও জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম।
তাহমিনা মোল্লা বলেন, আমি জনগণের সেবিকা হিসেবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করি। কিন্তু নির্বাচন কমিশন আমার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করে। জনগণের সেবায় নিয়োজিত থাকার জন্য আমি বাংলাদেশের উচ্চ আদালতে একাধিক বার রিট করে গত বৃহস্পতিবার প্রার্থীতা ফিরে পেয়েছি। আজ আমি সহ আমার কর্মীরা বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে আসলে গনমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রশাসন আমাকে বক্তৃতা দিতে বাধা প্রদান করে।
তিনি আরো বলেন, এর আগে ৩০ নভেম্বরে আমার সাথে পক্ষপাতীত্ব করা হয়েছে আজকেও আমার কথা বলার মাঝখানে থামিয়ে দেওয়া এতে কি প্রমাণিত হয়! ঠাকুরগাঁও বড়মাঠে যেতে অনুমতি লাগে বলে প্রশাসন বাধা প্রদান করেছে এতে আমি কিছু বলিনি। কিন্তু ডাক বাংলোতে বঙ্গবন্ধুর ম্যুরালে আসতে অনুমতি নিতে হবে এটা আজকে জানলাম। যারা জনগণের কথা বলেন তারা যে নির্যাতিত সেটা আজকে প্রমাণিত হয়েছে বলে জানান তিনি। এ সময় স্বতন্ত্র প্রার্থী তাহমিনা মোল্লার সমর্থকরা সহ জেলা উপজেলার বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা এক শতাংশ ভোটারের সমর্থন না থাকার অভিযোগে তাহমিনা মোল্লার মনোনয়নপত্র বাতিল করেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি শেষে সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান তিনি।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং