1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁওয়ে জনস্বার্থ বিরোধী প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে গণপদযাত্রা নলছিটিতে সড়কের নির্মান কাজ উদ্বোধন করলেন ইউএনও ঝালকাঠি জেলা কর্নধার কমিটির সভা অনুষ্ঠিত আবারও জেলার শ্রেষ্ঠ ওসি নলছিটির আব্দুস ছালাম শিবপুর পুটিয়া ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল সরকারের অপসারণ দাবিতে মানববন্ধন ঘোড়াশালে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ মা ও নবজাতক ঠাকুরগাঁওয়ের অব: শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গোফরানের ইন্তেকাল নলছিটিতে স্কুল শিক্ষককে প্রকাশ্যে মারধর, থানায় জিডি পলাশে ব্র্যাক শাখা অফিসের শুভ উদ্বোধন বাগমারায় টেলিগ্রাম অ্যাপসে টাকা হাতিয়ে নেয়া চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার 

দিনাজপুরে স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনের উঠান বৈঠক ও গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিএক বছরের মধ্যেসকল রাস্তা সংস্কার করে মানুষের দুর্ভোগ লাগব করব। পিসি দাস দিনাজপুর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৩ সদর আসনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন ট্রাক মার্কার করছে উঠান বৈঠক ও গণ সংযোগে অঙ্গীকার ব্যক্ত করেন আমি নির্বাচিত হলে এক বছরের মধ্যে দিনাজপুর- ৩ (সদর) আসনের সকল রাস্তাঘাট নতুন ও সংস্কার করে মানুষের দুর্ভোগ লাঘব করব। তিনি বলেন ১৫ বছর ধরে দিনাজপুরের রাস্তাঘাট, ড্রেন, ডাস্টবিন ভঙ্গুর হয়ে দিনাজপুর ৩(সদর) আসনে আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। মানুষের শত দাবির মুখেও রাস্তাঘাট নির্মাণ করা হয়নি। মানুষ চলাচল করতে গিয়ে অনেক মানুষ পঙ্গু হয়ে গিয়েছে, অটো সহ বিভিন্ন যানবাহনের ক্ষতি সাধন হয়েছে। গর্ভকালীন মহিলা ও অসুস্থ মানুষ ভঙ্গুর রাস্তার জন্য মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। আমি নির্বাচিত হলে এই সমস্যা সমাধান করব। বিশ্বজিৎ ভ্রমর ঘোষ কাঞ্চন গতকাল শুক্রবার সদর উপজেলা রাজবাড়ী গুঞ্জাবাড়ি সহ বিভিন্ন এলাকার উঠান বৈঠক শেষে বিভিন্ন স্থানে গণসংযোগ করাকালীন এসব বক্তব্য রাখেন। এদিন তিনি উক্ত এলাকাগুলোতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার একজন সহযোগী হয়ে কাজ করতে আমাকে ট্রাক মার্কায় ভোট দিবেন। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহজাহান নোবেল, জেলা আওয়ামী লীগ সদস্য এডভোকেট সরোয়ার আহমেদ বাবু, আওয়ামী লীগ নেত্রী ও সাবেক কাউন্সিলর আলেয়া বেগম স্বপ্নাসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং