1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পঞ্চগড়ে সাইবার নিরাপত্তায় শিক্ষার্থীদের সচেতন কর্মসূচি পালন টেন্ডারের ৩মাস পরেও দেয়া হচ্ছেনা কার্যাদেশ ,ঠিকাদাররা ফেরত পাননি জামানতের অর্থ ।। ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তুঘলকি কান্ড রাণীশংকৈলে কবরস্থান গেটের ছাঁদ ধসে ট্রাক্টর চালকের মৃত্যু তোমার রূপে হাবুডুবু //  মোঃ মনজুর আলম অনিক আটোয়ারী গাছ বাড়িতে নারী সমাবেশ অনুষ্ঠিত রংপুরে শ্যামাসুন্দরী বিষয়ক মতবিনিময় সভা ইঞ্জিনিয়ার হাসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রংপুর বিভাগীয় ‘নেটওয়ার্ক সমন্বয় সভা’ অনুষ্ঠিত জাসদ নেতা অধ্যাপক এমরান আল আমিনের মায়ের মৃত্যু: বিভিন্ন মহলের শোক বীজ আলুর মূল্য পুনঃনির্ধারণের দাবিতে পঞ্চগড়ে বিএডিসির চুক্তিবদ্ধ আলু চাষীদের মানববন্ধন

পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, ছোট ভাই আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়ের বোদা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বিমাতা ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মোহাম্মদ দানেশ আলীর (৫৩) মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত দানেশ ওই এলাকার মৃত খতির উদ্দীনের ছেলে। দানেশ পেশায় একজন কৃষক। পরে খবর পেয়ে বোদা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল করেছে। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য রবিবার সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে এ ঘটনায় নিহতের বিমাতা ছোট ভাই ও হত্যাকারী আবু বক্কর সিদ্দিককে (৪৪) ইউনিয়নের আমতলা এলাকার নিজবাড়ি থেকে আটক করেছে পুলিশ। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরি ও কুড়াল আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বিমাতা ছোট ভাই আবু বক্কর সিদ্দিক পৈতৃক সূত্রে পাওয়া জমি বিক্রি করার পরেও দীর্ঘদিন ধরে বড় ভাই মোহাম্মদ দানেশ আলীর কাছে আবারো জমি দাবী করতে থাকেন। এনিয়ে প্রায়ই তাদের দুই ভাইয়ের মধ্যে বিরোধ লেগে থাকতো। পরে সেই জেরেই শনিবার বেলা ১১টার দিকে বড় ভাই দানেশের সাথে ছোট ভাই সিদ্দিকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো ছুরি ও কুড়াল নিয়ে বড় ভাই দানেশের দিকে তেড়ে যান সিদ্দিক। এসময় ছুড়ি দিয়ে দানেশের পেটে আঘাত করেন তিনি। এসময় পরিবারের লোকজন দানেশকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
নিহত দানেশের বড় ছেলে আহসান হাবীব বলেন, জমি নিয়ে বিরোধের জেরে সিদ্দিক চাচা আমার বাবাকে হত্যা করেছেন। এর আগেও কয়েকবার বাবাকে হত্যার জন্য হুমকী দিয়েছিলেন চাচা। আমার বাবার হত্যাকারীর আমি ফাসিঁ চাই। আমার হত্যা মামলা করবো।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বিমাতা ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনায় ছোট ভাইকে আটক করেছি। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও কুড়াল আলামত হিসেবে জব্দ করেছি। মরদেহ সুরতহাল করেছি। ময়নাতদন্তের জন্য রবিবার সকালে মরদেহ মর্গে পাঠানো হবে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং