স্টাফ রিপোর্টার।। প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’– এই প্রতিপাদ্যে শনিবার পঞ্চগড়ে প্রথমবারের মতো পালিত হয়েছে জাতীয় প্রবাসী দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, ‘‘নিরাপদ, নিয়মিত ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে সরকার ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করছে। প্রবাসীরা দীর্ঘদিন ধরেই আমাদের জন্য কাজ করে চলেছেন। স্বাধীনতা যুদ্ধের সময়ও তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল থাকছে। সরকার চাচ্ছে তারা এ দেশের উন্নয়নের সঙ্গে আরও সম্পৃক্ত হোক। আমাদের যে ১ কোটি ২০ লাখ প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে আছেন, তাদের সম্মান জানাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, প্রতিবছর ৩০ ডিসেম্বর সরকার এ দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে।’’
সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. অমিরুল্লাহ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুল হালিম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার শরীফ আফজাল হোসেন, জেলা কর্মসংস্থান অফিসের জরীপ কর্মকর্তা মঞ্জুরুল হক বক্তব্য দেন। #