স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের তিনটি নির্বাচনী অফিস ভাঙচুর ও পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট রিটার্রিং কর্মকর্তা বরাবরে এ নিয়ে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, শুক্রবার গভীর রাতে নৌকা মার্কার কর্মী ও সমর্থক এবং পঞ্চগড় পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর হাসনাত হামিদুরের নেতৃত্বে কিছু দুর্বৃত্ত দেশীয় অস্ত্র রামদা হাতে নিয়ে ট্রাক মার্কার নির্বাচনী অফিস ভাঙচুর এবং কামাতপাড়া ও তুলারডাঙ্গা এলাকায় ট্রাক মার্কার পোস্টার ছিড়ে ফেলে। পরবর্তীতে তারাই ট্রাক মার্কার কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি স্বরুপ ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য নিরুৎসাহিত ও ভয়ভীতি প্রদর্শন করছে। যার প্রমান স্বরুপ ভিডিও ফুটেজ আছে।
এ বিষয়ে কথা বললে পৌর কাউন্সিলর হাসনাত হামিদুর বলেন, ‘‘পঞ্চগড়-১ আসনে নৌকা মার্কার নিশ্চিত বিজয়কে প্রতিহত করতে আমাদের নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি বা আমাদের কেউ এই কাজের সাথে জড়িত নয়। আমি নিজে যদি এই কাজের সাথে জড়িত থাকি এর প্রমান করতে পারলে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে আমি তা মাথা পেতে নেব।’’ #