স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগমনোনীত নৌকার প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়া মুক্তার দুই কর্মীকে মারপিট করে প্রচারণা চালাতে বাধা দেওয়া হয়েছে। এছাড়া মুক্তা ও তাদেরকে কাদিয়ানি বলে অভিহিত করা হয়েছে। নৌকা মার্কার সমর্থক ক্বারী সফিকুল ইসলাম ও মো. খোকন শনিবার বিকালে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইচপাড়া এলাকায় নৌকা মার্র্কার অফিস দায়িত্ব পালন করছিলেন। এ সময় ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাটের সমর্থক বদিউজ্জামান ও রব্বানীর নেতৃত্বে ৮/১০ জন অফিসে এসে নৌকার প্রার্থীকে ও তাদের সমর্থককে কাদিয়ানী অভিহিত করে মারপিট করে। নৌকার পক্ষে এ এলাকায় কোন প্রচারণা চালাতে পারবে না বলে হুমকি দেয় এবং নৌকা মার্কার পোস্টার ছিড়ে ফেলে দেয়। এটা আচরণ বিধি লংঘনের কথা বললে আরো ক্ষিপ্ত হয়ে কিলঘুষি মারতে থাকে। এ সময় আশ পাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় ক্বারী সফিকুল ইসলাম রবিবার পঞ্চগড়-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পেয়ে কমিটির চেয়ারম্যান মোছা. মার্জিয়া খাতুন অভিযোগে উল্লিখিত ১০ জনকে সোমবার দুপুর ১২ টায় স্বশীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখা দিতে বলেছে।
এঘটনায় নৌকা মার্কার প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা বলেন, ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থীর নিশ্চিত পরাজয় জেনে আমার ও আমার কর্মী সমর্থকদের নামে স্বতন্ত্র প্রার্থী নিজে ও তাঁর কর্মী সমর্থকরা মিথ্যা, বিভ্রান্তিকরণ প্রচারণা চালাচ্ছেন। প্রচারণায় ধর্মকে ব্যবহার করা হচ্ছে। যা নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লংঘন। বিভিন্ন সভা সমাবেশ আমাকে কাদিয়ানী বলে অভিহিত করেছেন। আমার পরিবার সুন্নী পরিবার। আমার বাবা, বড় ভাই ও নিজে হাজী। পরিবারের সকলেই পরহেজগার হিসেবে এলাকায় পরিচিত। স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট আমাদের দলের সাধারণ সম্পাদক। আমাদের দল অসাম্প্রদায়িক আর্দশে বিশ^াসী। এমন বক্তব্যে মনে হচ্ছে এখন তিনি আদর্শ পরিবর্তন পরিবর্তন করেছেন কিনা। এটা খুবই নিন্দনীয়। নির্বাচনী অনুসন্ধান কমিটিকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছি।
এদিকে, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত নৌকা মার্কার কর্মী সমর্থকদের মারপিট করার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন। তিনি বলেন, নাঈমুজ্জামান ভুইয়া মুক্তাকে মুসলমান হিসেবে জানি। তাকে কাদিয়ানি বলার প্রশ্নই আসে না। তাকে আমি শ্রদ্ধা ও সম্মান করি। কে কোথায় কাদিয়ানি বলেছে বিষয়টি আমি অবগত নই। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং