ষ্টাফ রির্পোটার:-চট্টগ্রাম ১৩ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী ভুমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি সমর্থনে আজ বিকেলে কর্ণফুলী উপজেলার শাহামিরপুর ৪ ও ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদে্যাগে আয়োজিত নির্বাচনী জনসভায় কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ ফারুক চৌধুরী বলেছন, মনে রাখতে হবে ২০২৪ এর নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নির্বাচনে দিন ভোটার দের উপস্হিতী করতে হবে। তিনি বলেন,আনোয়ারা কর্ণফুলী সংসদীয় আসনের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষার জন্য আগামীতেও নৌকা প্রতীকে সফল ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে ভোট দেয়ার আহবান জানান। তিনি আরো বলেন,কর্ণফুলী আনোয়ারা বাসী গর্বিত ও ইতিহাসের অংশীদার হয়েছে এশিয়ার প্রথম নদীর নিচে ট্যানেল বঙ্গবন্ধু টানেল আনোয়ারা সম্মুখভাবে নির্মিত হয়েছে। যে টানেলের মাধ্যমে আনোয়ারা কর্ণফুলী তথা দক্ষিণ চট্টগ্রামের মানুষের ব্যবসা বাণিজ্যসহ সামগ্রিক উন্নতি বেগবান হচ্ছে। তিনি বলেন অচিরেই এই আনোয়ারা কর্ণফুলীতে বৃহত্তর অর্থনৈতিক জোন গড়ে উঠবে। কর্নফুলী উপজেলার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে আগমামী ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে পৌছে নৌকা প্রতীকে ভোট দিয়া জাবেদ ভাইকে জয় যুক্ত করার আহ্বান জানান।স্হানীয় আওয়ামীলীগ নেতা ছৈয়দ আলির সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য দেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমজাদ হোসেন, ইউপি মেম্বার মুহাম্মদ নাজিম,মোহাম্মদ একরাম, পারভেজ প্রমুখ।