ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার দিবসটি পালনে জেলা সমাজসেবা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়র হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই শ্লোগানে জেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও প্রেসকাব সভাপতি মনসুর আলী, বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা অফিসার সারোয়ার মুর্শিদ আহমেদ, শহর সমাজসেবা অফিসার শাকিল মাহমুদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আল মানসুর প্রমুখ। এ সময় সমাজসেবা অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং